সুন্দরবন থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

- আপডেট সময় : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

সুন্দরবনের করিম শরীফ নামক দুর্ধর্ষ ডাকাত দলের হাতে অপহৃত ৬ জন নারীসহ মোট ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ অভিযানে ব্যবহৃত ১৬টি নৌকাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, করিম শরীফ বাহিনী সুন্দরবনের একটি গহীন স্থানে কয়েকটি নৌকাসহ বিপুল সংখ্যক জেলেকে জিম্মি করে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার, ৯ এপ্রিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে মাল্লাখালী এলাকার করকরি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপরই অভিযানকারী দল অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীরা ৯ এপ্রিল সকালে খুলনার কয়রা থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাতরা তাদের জিম্মি করে। প্রতিজনের মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা করে দাবি করা হয়।
উদ্ধারকৃতদের প্রথমে কোস্ট গার্ড স্টেশন কয়রায় এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তারা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বনদস্যু দমনসহ নিরাপদ সুন্দরবন গড়তে কোস্ট গার্ড নিয়মিত টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।