ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবন থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের করিম শরীফ নামক দুর্ধর্ষ ডাকাত দলের হাতে অপহৃত ৬ জন নারীসহ মোট ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ অভিযানে ব্যবহৃত ১৬টি নৌকাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, করিম শরীফ বাহিনী সুন্দরবনের একটি গহীন স্থানে কয়েকটি নৌকাসহ বিপুল সংখ্যক জেলেকে জিম্মি করে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার, ৯ এপ্রিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে মাল্লাখালী এলাকার করকরি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপরই অভিযানকারী দল অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীরা ৯ এপ্রিল সকালে খুলনার কয়রা থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাতরা তাদের জিম্মি করে। প্রতিজনের মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা করে দাবি করা হয়।

উদ্ধারকৃতদের প্রথমে কোস্ট গার্ড স্টেশন কয়রায় এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তারা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বনদস্যু দমনসহ নিরাপদ সুন্দরবন গড়তে কোস্ট গার্ড নিয়মিত টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবন থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

আপডেট সময় : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সুন্দরবনের করিম শরীফ নামক দুর্ধর্ষ ডাকাত দলের হাতে অপহৃত ৬ জন নারীসহ মোট ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ অভিযানে ব্যবহৃত ১৬টি নৌকাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, করিম শরীফ বাহিনী সুন্দরবনের একটি গহীন স্থানে কয়েকটি নৌকাসহ বিপুল সংখ্যক জেলেকে জিম্মি করে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার, ৯ এপ্রিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে মাল্লাখালী এলাকার করকরি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপরই অভিযানকারী দল অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীরা ৯ এপ্রিল সকালে খুলনার কয়রা থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাতরা তাদের জিম্মি করে। প্রতিজনের মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা করে দাবি করা হয়।

উদ্ধারকৃতদের প্রথমে কোস্ট গার্ড স্টেশন কয়রায় এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তারা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বনদস্যু দমনসহ নিরাপদ সুন্দরবন গড়তে কোস্ট গার্ড নিয়মিত টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।