ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

বিএনপি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসের মধ্যেই ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা) আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ অংশ নিয়ে বিএনপি তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে।

মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার গঠন করলে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা কমাবে এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজবোধ্য ও করদাতাবান্ধব করে গড়ে তুলবে। মানুষের মনে করভীতি দূর করে কর আহরণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপির তুলনায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) মাত্র ০.৪৫ শতাংশ। বিএনপি তা ২.৫ শতাংশে উন্নীত করতে চায়। এজন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ১১টি রেগুলেটরি সংস্কারের প্রস্তাব দিয়েছে দলটি। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে বিডাকে আরও কার্যকর করা, ভিসা ও ওয়ার্ক পারমিট নীতির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা সেবা চালু করা, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তি তৈরি, বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করা।

বিএনপি মনে করে, দক্ষ মানবসম্পদ গড়ে তুললে বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এ লক্ষ্যে দলটি প্রশিক্ষণ ও উৎসাহমূলক পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের আওতা ও পরিমাণ বাড়ানোর ব্যাপারে অতীতের তুলনায় আরও ব্যাপক সাফল্য অর্জন করতে চায়।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। সেখানে তারেক রহমান বলেন, জাতীয় ঐক্যই ভবিষ্যৎ উন্নয়নের প্রধান ভিত্তি। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আইন প্রণয়ন করেছিলেন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারগুলো বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির

আপডেট সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসের মধ্যেই ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা) আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ অংশ নিয়ে বিএনপি তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে।

মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার গঠন করলে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা কমাবে এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজবোধ্য ও করদাতাবান্ধব করে গড়ে তুলবে। মানুষের মনে করভীতি দূর করে কর আহরণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপির তুলনায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) মাত্র ০.৪৫ শতাংশ। বিএনপি তা ২.৫ শতাংশে উন্নীত করতে চায়। এজন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ১১টি রেগুলেটরি সংস্কারের প্রস্তাব দিয়েছে দলটি। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে বিডাকে আরও কার্যকর করা, ভিসা ও ওয়ার্ক পারমিট নীতির আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা সেবা চালু করা, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তি তৈরি, বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করা।

বিএনপি মনে করে, দক্ষ মানবসম্পদ গড়ে তুললে বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এ লক্ষ্যে দলটি প্রশিক্ষণ ও উৎসাহমূলক পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের আওতা ও পরিমাণ বাড়ানোর ব্যাপারে অতীতের তুলনায় আরও ব্যাপক সাফল্য অর্জন করতে চায়।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। সেখানে তারেক রহমান বলেন, জাতীয় ঐক্যই ভবিষ্যৎ উন্নয়নের প্রধান ভিত্তি। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আইন প্রণয়ন করেছিলেন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারগুলো বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।