ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেড়েছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আতঙ্কে রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 60

বেড়েছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থামছে না কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপে, নতুন আশ্রয়দাতার ছায়ায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা রাজধানীবাসীসহ বিভিন্ন শহরে জনজীবনে মারাত্মক অনিরাপত্তার আশঙ্কা তৈরি করেছে।

বিশেষ করে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টর, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে। এলাকাবাসী জানায়, এসব গ্যাং জড়িয়ে পড়েছে জমি দখল, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। তুরাগ, দলিপাড়া, কামারপাড়া, আজমপুর, খিলক্ষেত, উত্তরখানসহ একাধিক এলাকায় নিয়মিতভাবে বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন থেকে চুরি হচ্ছে বৈদ্যুতিক তার, রড, সিমেন্টসহ মূল্যবান সামগ্রী।

স্থানীয়রা অভিযোগ করেন, কথিত কিছু রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের আশ্রয়ে থেকেই কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অপরাধ চালিয়ে যাচ্ছে। অনেক সময় ব্যবসায়ী ও পথচারীরা বাধা দিলে তাদেরকে মারধর এমনকি অস্ত্র দিয়ে আক্রমণ করতেও দ্বিধা করছে না এই কিশোররা। সম্প্রতি উত্তরা জসিমউদ্দিন এলাকায় ফ্লাইওভারের নিচে এক পথচারীর ওপর হামলা এবং আব্দুল্লাহপুরে এক গার্মেন্টস শ্রমিকের ওপর বর্বর হামলার ঘটনা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বর্তমানে ঢাকায় প্রায় ২০ হাজারের বেশি কিশোর গ্যাং সদস্য রয়েছে। তাদের অনেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র ও আধুনিক ধারালো অস্ত্র। ঢাকা মহানগর পুলিশের হিসেবে, নগরীতে সংঘটিত অপরাধের অন্তত ৪০ শতাংশে জড়িত কিশোর অপরাধীরা।

উত্তরখান, দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি বেশ কিছু কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বয়স কম হওয়ায় অনেক সময় আইনি জটিলতার কারণে কঠোর ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। থানাগুলো বিট পুলিশিং, উঠান বৈঠক ও সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অপরাধ দমনে।

র‍্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, “গ্যাং কালচার নিয়ন্ত্রণে র‍্যাব শুরু থেকেই সক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্যাং সদস্যরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি।”

দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান বলেন, “এই মাসে গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক কিশোর গ্যাং সদস্য রয়েছে। তারা মূলত ছিনতাই ও মারামারিতে জড়িত। তদন্তের পর মামলা রুজু করা হয়েছে।”

উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, “সরকার পরিবর্তনের পর অনেক গ্যাং সদস্য এলাকা ছেড়েছে। তবে অপরাধ প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) জানান, “আমরা শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছি। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”

তিনি আরও বলেন, “এই সামাজিক ব্যাধি দূর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “বেড়েছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আতঙ্কে রাজধানীবাসী

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেড়েছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আতঙ্কে রাজধানীবাসী

আপডেট সময় : ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থামছে না কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপে, নতুন আশ্রয়দাতার ছায়ায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা রাজধানীবাসীসহ বিভিন্ন শহরে জনজীবনে মারাত্মক অনিরাপত্তার আশঙ্কা তৈরি করেছে।

বিশেষ করে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টর, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে। এলাকাবাসী জানায়, এসব গ্যাং জড়িয়ে পড়েছে জমি দখল, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। তুরাগ, দলিপাড়া, কামারপাড়া, আজমপুর, খিলক্ষেত, উত্তরখানসহ একাধিক এলাকায় নিয়মিতভাবে বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন থেকে চুরি হচ্ছে বৈদ্যুতিক তার, রড, সিমেন্টসহ মূল্যবান সামগ্রী।

স্থানীয়রা অভিযোগ করেন, কথিত কিছু রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের আশ্রয়ে থেকেই কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অপরাধ চালিয়ে যাচ্ছে। অনেক সময় ব্যবসায়ী ও পথচারীরা বাধা দিলে তাদেরকে মারধর এমনকি অস্ত্র দিয়ে আক্রমণ করতেও দ্বিধা করছে না এই কিশোররা। সম্প্রতি উত্তরা জসিমউদ্দিন এলাকায় ফ্লাইওভারের নিচে এক পথচারীর ওপর হামলা এবং আব্দুল্লাহপুরে এক গার্মেন্টস শ্রমিকের ওপর বর্বর হামলার ঘটনা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বর্তমানে ঢাকায় প্রায় ২০ হাজারের বেশি কিশোর গ্যাং সদস্য রয়েছে। তাদের অনেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র ও আধুনিক ধারালো অস্ত্র। ঢাকা মহানগর পুলিশের হিসেবে, নগরীতে সংঘটিত অপরাধের অন্তত ৪০ শতাংশে জড়িত কিশোর অপরাধীরা।

উত্তরখান, দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি বেশ কিছু কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বয়স কম হওয়ায় অনেক সময় আইনি জটিলতার কারণে কঠোর ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। থানাগুলো বিট পুলিশিং, উঠান বৈঠক ও সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অপরাধ দমনে।

র‍্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, “গ্যাং কালচার নিয়ন্ত্রণে র‍্যাব শুরু থেকেই সক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্যাং সদস্যরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি।”

দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান বলেন, “এই মাসে গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক কিশোর গ্যাং সদস্য রয়েছে। তারা মূলত ছিনতাই ও মারামারিতে জড়িত। তদন্তের পর মামলা রুজু করা হয়েছে।”

উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, “সরকার পরিবর্তনের পর অনেক গ্যাং সদস্য এলাকা ছেড়েছে। তবে অপরাধ প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) জানান, “আমরা শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছি। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”

তিনি আরও বলেন, “এই সামাজিক ব্যাধি দূর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”