কক্সবাজারে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজারের বেশি শিক্ষার্থী

- আপডেট সময় : ১১:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

সারাদেশের মতো কক্সবাজার জেলাতেও বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা জানিয়েছে, এ বছর কক্সবাজার জেলায় মোট ৫৩টি কেন্দ্রে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
তথ্য অনুযায়ী, জেলার ৩১টি কেন্দ্রে শুধুমাত্র এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে ২০ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষার জন্য ১৪টি কেন্দ্রে ৭ হাজার ২৮১ জন এবং কারিগরি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ৮টি কেন্দ্রে ১ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
উপজেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে বৃহত্তম উপজেলা চকরিয়ায়। এখানে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্রে মোট ৬ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এরপর রয়েছে কক্সবাজার সদর উপজেলা, যেখানে ৭টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ৪ হাজার ৭৫০ জন। মহেশখালী উপজেলায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। উখিয়া উপজেলায় ৬টি কেন্দ্রে ৩ হাজার ১৫৭ জন, আর রামুতে ৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী।
সীমান্তবর্তী উপজেলা টেকনাফে ৭টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৫২৩ জন। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৫টি কেন্দ্রে ১ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া পেকুয়ায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন এবং সদ্য প্রতিষ্ঠিত ঈদগাঁও উপজেলায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায়।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।