গাজায় হামলার প্রতিবাদে
রায়পুরাতে জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৭:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে রায়পুরাতে এক বিক্ষোভ মিছিল আয়োজন করেছে জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়।
এই বিক্ষোভ মিছিলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুরা বাজাের এসে শেষ হয়।

মিছিলের মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জ্ঞাপন করে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করে। এসময় শিক্ষক-শিক্ষিকারা ও শিক্ষার্থীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও নানা ধরনের প্লাকার্ড নিয়ে তাদের প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত থাকলেও জাতিসংঘ আজ নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও সমাবেশ থেকে সকল ইসরাইলি পণ্য বয়কটেরও আহবানও জানান তারা।
One thought on “রায়পুরাতে জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভ মিছিল”