সুন্দরবনে ডাকাত করিম-শরীফ বাহিনীর ট্রলার থেকে অস্ত্র ও গুলি জব্দ

- আপডেট সময় : ০৯:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর ফেলে যাওয়া ট্রলার থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় করিম-শরীফ ডাকাত বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর দুপুর ২টার দিকে মোংলা জোনের কোস্ট গার্ড সদস্যরা এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি তাদের ট্রলার ফেলে বনের গভীরে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষায় উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যায়।”
One thought on “সুন্দরবনে ডাকাত করিম-শরীফ বাহিনীর ট্রলার থেকে অস্ত্র ও গুলি জব্দ”