ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

মার্কিন শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারস্পরিক শুল্ক আরোপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।

৭ এপ্রিল সোমবার, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ট্রাম্প বরাবর পাঠানো ওই চিঠিতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রস্তাবিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ব্যবসাবান্ধব নীতিকে বাংলাদেশ স্বাগত জানায় এবং সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করে। ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানির জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এবং দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

এছাড়া, বাংলাদেশের বিশাল ১৭ কোটি জনসংখ্যার বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগের কথাও চিঠিতে তুলে ধরা হয়। বিশেষভাবে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানির প্রসঙ্গে বলা হয়, এসব উদ্যোগ মার্কিন কৃষকদের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন তুলার জন্য বাংলাদেশে ডিউটি-ফ্রি বন্ডেড ওয়্যারহাউজ চালুর কাজ প্রায় সম্পন্ন।

চিঠিতে আরও জানানো হয়, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপকারী দেশ হিসেবে বাংলাদেশ উল্লেখযোগ্য কিছু মার্কিন রপ্তানি পণ্যের শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এতে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রযুক্তিপণ্য অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সরকার অ-শুল্ক বাধা দূর করতেও কাজ করছে, যেমন— পরীক্ষার জটিলতা, প্যাকেজিং ও লেবেলিংয়ের কঠোরতা সরলীকরণ এবং কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ।

চিঠিতে বাংলাদেশে স্টারলিংক প্রযুক্তি চালুর প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথাও জানানো হয়, যা প্রযুক্তি, বিমান ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

সবশেষে, প্রধান উপদেষ্টা ড. ইউনুস মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান, পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্ত কমপক্ষে তিন মাসের জন্য স্থগিত রাখার, যাতে চলমান বাণিজ্যিক ও কূটনৈতিক প্রচেষ্টা নির্বিঘ্নে বাস্তবায়িত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “মার্কিন শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ বাংলাদেশের

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

মার্কিন শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ বাংলাদেশের

আপডেট সময় : ০৭:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারস্পরিক শুল্ক আরোপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।

৭ এপ্রিল সোমবার, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ট্রাম্প বরাবর পাঠানো ওই চিঠিতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রস্তাবিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ব্যবসাবান্ধব নীতিকে বাংলাদেশ স্বাগত জানায় এবং সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করে। ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানির জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এবং দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

এছাড়া, বাংলাদেশের বিশাল ১৭ কোটি জনসংখ্যার বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগের কথাও চিঠিতে তুলে ধরা হয়। বিশেষভাবে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানির প্রসঙ্গে বলা হয়, এসব উদ্যোগ মার্কিন কৃষকদের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন তুলার জন্য বাংলাদেশে ডিউটি-ফ্রি বন্ডেড ওয়্যারহাউজ চালুর কাজ প্রায় সম্পন্ন।

চিঠিতে আরও জানানো হয়, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপকারী দেশ হিসেবে বাংলাদেশ উল্লেখযোগ্য কিছু মার্কিন রপ্তানি পণ্যের শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এতে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রযুক্তিপণ্য অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সরকার অ-শুল্ক বাধা দূর করতেও কাজ করছে, যেমন— পরীক্ষার জটিলতা, প্যাকেজিং ও লেবেলিংয়ের কঠোরতা সরলীকরণ এবং কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ।

চিঠিতে বাংলাদেশে স্টারলিংক প্রযুক্তি চালুর প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথাও জানানো হয়, যা প্রযুক্তি, বিমান ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

সবশেষে, প্রধান উপদেষ্টা ড. ইউনুস মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান, পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্ত কমপক্ষে তিন মাসের জন্য স্থগিত রাখার, যাতে চলমান বাণিজ্যিক ও কূটনৈতিক প্রচেষ্টা নির্বিঘ্নে বাস্তবায়িত হতে পারে।