টাইগারদের পেস বোলিং কোচ হচ্ছেন উমর গুল

- আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং বিভাগে বড় পরিবর্তন আসছে। বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের চুক্তি থাকলেও, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পরই তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল।
সূত্র জানায়, বিসিবি ইতোমধ্যে গুলের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কোচিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। গুলও প্রাথমিকভাবে এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এখন শুধুমাত্র চুক্তির শর্তাবলির বিষয়ে আলোচনা বাকি রয়েছে।
পাকিস্তান থেকে গুলের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, বিসিবির প্রস্তাবে আগ্রহী গুল শিগগিরই শর্তাবলির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে পাকিস্তান সফর থেকেই টাইগারদের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে।
বিসিবি সূত্রে জানা গেছে, আন্দ্রে অ্যাডামসের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড। তাই দীর্ঘমেয়াদে নতুন একজন অভিজ্ঞ ও কার্যকর কোচ নিয়োগের পরিকল্পনা নিয়েছে তারা। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান কোচ ফিল সিমন্সের মতামতও নেওয়া হয়েছে। ফিল সিমন্স জানিয়েছেন, “ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।” জানা গেছে, গুলের প্রার্থিতার পক্ষে মত দিয়েছেন তিনিও।
খেলা থেকে অবসর নেওয়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন ৪২ বছর বয়সী উমর গুল। ২০২২ সালে আফগানিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেন তিনি। পরের বছর পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন পেস কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পাকিস্তান ‘এ’ দলের কোচ হিসেবে নিয়োজিত রয়েছেন।
৪৭টি টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০টি টি২০ ম্যাচ খেলা গুলের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। তাঁর সঙ্গে সাবেক দুই টাইগার পেস বোলিং কোচ অটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের নামও বিবেচনায় ছিল। তবে অটিস গিবসন সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর বাংলাদেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে ডোনাল্ড নিজের দেশেই থাকতে আগ্রহী।
সব মিলিয়ে, যদি শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না আসে, তাহলে টাইগারদের নতুন পেস বোলিং গুরু হতে যাচ্ছেন উমর গুল।