ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা আটক

প্রতিনিধি, জামালপুর
  • আপডেট সময় : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা আটক

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির নামে প্রায় ৭৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা জাহাঙ্গীর আলমকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ গ্রাহকরা।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম ‘আল আকাবা সমবায় সমিতি’র ম্যানেজার এবং একইসঙ্গে চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের ফাজিলপুর গ্রামে।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, সমিতিটি দীর্ঘদিন ধরে মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৩৫ হাজার গ্রাহকের কাছ থেকে ৭৩০ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করে। পরে সেই অর্থ আত্মসাত করা হয়। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে উপজেলা সদর থানা ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন গ্রাহকরা।

কর্মসূচির মধ্যে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে—জাহাঙ্গীর আলম মাদারগঞ্জ উপজেলা সদরে অবস্থান করছেন। তখনই উত্তেজিত গ্রাহকরা তাকে ধরে সমাবেশ স্থলে নিয়ে যান। সেখানে গণপিটুনির পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সমিতির এক গ্রাহক আব্দুর রহিম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই প্রতারণার বিরুদ্ধে আন্দোলন করছি। আজ যখন জানতে পারি জাহাঙ্গীর আলম উপজেলা সদরে এসেছে, তখন সবাই ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

ওসি হাসান আল মামুন জানান, এ ঘটনায় থানায় আগেও একাধিক মামলা রয়েছে। জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা আটক

আপডেট সময় : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির নামে প্রায় ৭৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা জাহাঙ্গীর আলমকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ গ্রাহকরা।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম ‘আল আকাবা সমবায় সমিতি’র ম্যানেজার এবং একইসঙ্গে চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের ফাজিলপুর গ্রামে।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, সমিতিটি দীর্ঘদিন ধরে মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৩৫ হাজার গ্রাহকের কাছ থেকে ৭৩০ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করে। পরে সেই অর্থ আত্মসাত করা হয়। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে উপজেলা সদর থানা ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন গ্রাহকরা।

কর্মসূচির মধ্যে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে—জাহাঙ্গীর আলম মাদারগঞ্জ উপজেলা সদরে অবস্থান করছেন। তখনই উত্তেজিত গ্রাহকরা তাকে ধরে সমাবেশ স্থলে নিয়ে যান। সেখানে গণপিটুনির পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সমিতির এক গ্রাহক আব্দুর রহিম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই প্রতারণার বিরুদ্ধে আন্দোলন করছি। আজ যখন জানতে পারি জাহাঙ্গীর আলম উপজেলা সদরে এসেছে, তখন সবাই ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

ওসি হাসান আল মামুন জানান, এ ঘটনায় থানায় আগেও একাধিক মামলা রয়েছে। জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।