মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে

- আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি পরিচালনা নিয়ে মোদি সরকারের নতুন পদক্ষেপকে মুসলিমবিরোধী বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৬ এপ্রিল) সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি পাস হওয়া এক নতুন আইনের মাধ্যমে মুসলমানদের ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে এসব ধর্মীয় সম্পত্তিতে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।
আসিফ নজরুল আশঙ্কা প্রকাশ করে বলেন, এই আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত সরকার মুসলমানদের বহু পুরনো মসজিদসহ ঐতিহাসিক ওয়াক্ফ সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, “ভারতে তো হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য কোনো ধর্মাবলম্বীকে রাখা হয় না। তাহলে ওয়াক্ফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন?”
তার মতে, এই আইন ভারতে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি হিন্দুত্ববাদী গোষ্ঠীর বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা আরও একধাপ এগিয়ে নেবে।
আসিফ নজরুল আরও বলেন, এই পরিস্থিতি অত্যন্ত পরিতাপজনক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “যারা নিজেদের দেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, তারাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অভিযোগ তোলে বারবার।”