ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে ঢুকতে দেওয়া হলো না দুই ব্রিটিশ এমপিকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

দুই ব্রিটিশ এমপি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলে প্রবেশে বাধা ও দুইজন আইনপ্রণেতাকে আটকানোর ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রন্ত্রী ডেভিড ল্যামি। তিনি এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। রোববার (৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দুই আইনপ্রণেতা ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ ইসরায়েলের উদ্দেশে লন্ডন থেকে উড়াল দেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী।

এক বিবৃতিতে ল্যামি বলেছেন, দুই ব্রিটিশ এমপিকে আটকানো এবং ইসরায়েল প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটি অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক। তিনি আরও বলেছেন, আমি ইসরায়েলি সরকারের কাছে স্পষ্ট করেছি যে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এই আচরণ করা উচিত নয়। ওই দুই আইনপ্রণেতার সঙ্গে আজ রাতে আমরা যোগাযোগ করেছি বলে জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হলো রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্ত করা এবং গাজায় সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি এবং আলোচনায় প্রত্যাবর্তন নিশ্চিত করা।

এদিকে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্কাই নিউজ ও পলিটিক্স ইউকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা ও ইসরায়েল-বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার সন্দেহে ব্রিটিশ এই দুই এমপিকে ইসরায়েলে প্রবেশ রুখে দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলে ঢুকতে দেওয়া হলো না দুই ব্রিটিশ এমপিকে

আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ইসরায়েলে প্রবেশে বাধা ও দুইজন আইনপ্রণেতাকে আটকানোর ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রন্ত্রী ডেভিড ল্যামি। তিনি এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। রোববার (৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দুই আইনপ্রণেতা ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ ইসরায়েলের উদ্দেশে লন্ডন থেকে উড়াল দেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী।

এক বিবৃতিতে ল্যামি বলেছেন, দুই ব্রিটিশ এমপিকে আটকানো এবং ইসরায়েল প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটি অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক। তিনি আরও বলেছেন, আমি ইসরায়েলি সরকারের কাছে স্পষ্ট করেছি যে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এই আচরণ করা উচিত নয়। ওই দুই আইনপ্রণেতার সঙ্গে আজ রাতে আমরা যোগাযোগ করেছি বলে জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হলো রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্ত করা এবং গাজায় সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি এবং আলোচনায় প্রত্যাবর্তন নিশ্চিত করা।

এদিকে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্কাই নিউজ ও পলিটিক্স ইউকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা ও ইসরায়েল-বিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার সন্দেহে ব্রিটিশ এই দুই এমপিকে ইসরায়েলে প্রবেশ রুখে দেওয়া হয়েছে।