ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় ইউপি সদস্যকে লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল হামলা

প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)
  • আপডেট সময় : ১১:২২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

রায়পুরাতে ককটেল হামলার পর সড়কে আগুন

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজল মিয়াকে লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বোয়ালমারা-জাহাঙ্গীরনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এর আগেও গত ৩০ জানুয়ারি দুর্বৃত্তরা কাজল মিয়াকে গুলি করে আহত করেছিল। সর্বশেষ ঘটনার সময় তিনি শরীরের প্রেসার মাপতে জাহাঙ্গীরনগর এলাকায় গেলে একটি কালো রঙের প্রাইভেটকার তার গতিরোধ করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দৌড়ে বাড়ির দিকে পালিয়ে যান। এই সময় দুর্বৃত্তরা পেছন থেকে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। বাড়ির সামনে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে কাজল মিয়ার অনুসারীরা রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করেন। এতে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউপি সদস্য কাজল মিয়া জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে আলমগীর ও মহসিন নামের কয়েকজন দীর্ঘদিন ধরে তার ওপর হামলা চালিয়ে আসছে। তিনি বলেন, “আমি প্রেসার মাপতে বের হলে একটি কালো গাড়ি আমার সামনে এসে থামে। বুঝতে পেরে আমি দ্রুত দৌড়ে বাড়ির দিকে চলে যাই। তারা তখন গুলি করে, গুলিটি আমার বাড়ির ওয়ালে লাগে এবং কয়েকটি ককটেল ফাটায়।”

তিনি আরও জানান, এর আগেও একাধিকবার তার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে এবং প্রতিবারই তার জীবনের ঝুঁকি বেড়ে চলেছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় ইউপি সদস্যকে লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল হামলা

আপডেট সময় : ১১:২২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজল মিয়াকে লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বোয়ালমারা-জাহাঙ্গীরনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এর আগেও গত ৩০ জানুয়ারি দুর্বৃত্তরা কাজল মিয়াকে গুলি করে আহত করেছিল। সর্বশেষ ঘটনার সময় তিনি শরীরের প্রেসার মাপতে জাহাঙ্গীরনগর এলাকায় গেলে একটি কালো রঙের প্রাইভেটকার তার গতিরোধ করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দৌড়ে বাড়ির দিকে পালিয়ে যান। এই সময় দুর্বৃত্তরা পেছন থেকে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। বাড়ির সামনে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে কাজল মিয়ার অনুসারীরা রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করেন। এতে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউপি সদস্য কাজল মিয়া জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে আলমগীর ও মহসিন নামের কয়েকজন দীর্ঘদিন ধরে তার ওপর হামলা চালিয়ে আসছে। তিনি বলেন, “আমি প্রেসার মাপতে বের হলে একটি কালো গাড়ি আমার সামনে এসে থামে। বুঝতে পেরে আমি দ্রুত দৌড়ে বাড়ির দিকে চলে যাই। তারা তখন গুলি করে, গুলিটি আমার বাড়ির ওয়ালে লাগে এবং কয়েকটি ককটেল ফাটায়।”

তিনি আরও জানান, এর আগেও একাধিকবার তার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে এবং প্রতিবারই তার জীবনের ঝুঁকি বেড়ে চলেছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।