মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে হাতুড়ি পেটা

- আপডেট সময় : ০১:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ার পর এক গ্রাম পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত ওই গ্রাম পুলিশ সদস্যের নাম নুরুল ইসলাম (৫২)। বর্তমানে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার আমতৈল বাজার এলাকায়। সখীপুর থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন বহেড়াতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন খবর পান যে আমতৈল এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকতে না পারায় গ্রাম পুলিশ সদস্য নুরুল ইসলামকে বিষয়টি জানান এবং ব্যবস্থা নিতে বলেন।
নুরুল ইসলাম স্থানীয় কয়েকজনকে নিয়ে গিয়ে মাদক সেবনরত যুবকদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মাদকসেবীরা। পরে একা পেয়ে তাকে আমতৈল বাজারের পাশে ধরে ফেলে এবং হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়। এতে তার কাঁধ ও বাম হাতের হাড় ভেঙে যায়।
প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্রাম পুলিশের ওপর এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত নুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকবিরোধী উদ্যোগে যারা কাজ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে এসব অপরাধ আরও বেড়ে যাবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
One thought on “মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে হাতুড়ি পেটা”