‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি

- আপডেট সময় : ১০:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের আলোচিত সিনেমা ‘জংলি’ রিমেক করার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ ভারতের মালায়ালাম ও তেলেগু চলচ্চিত্র শিল্প। সিনেমাটির পোস্টার, টিজার এবং কিছু ফুটেজ দেখে এর প্রতি আগ্রহী হয়ে ওঠে সেখানকার একটি প্রযোজনা সংস্থা। তারা পোস্ট-প্রোডাকশন পর্যায়েই নির্মাতাদের কাছে রিমেকের প্রস্তাব দেয়।
এ বিষয়ে প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার একটি সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে প্রযোজক পক্ষ রিমেকের অনুমতি দিতে পারেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
টাইগার মিডিয়ার কর্ণধার ও ‘জংলি’র প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, “আমাদের সিনেমার এডিটিং বাংলাদেশেই হয়েছে, তবে কালার গ্রেডিং হয়েছে ভারতে। সেই সময়েই মালায়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রির একটি প্রোডাকশন হাউজ ‘জংলি’র রাফ কাট দেখে আগ্রহ প্রকাশ করে।”
তিনি আরও বলেন, “এর আগে আমাদের কিছু সিনেমা বিদেশে ডাবিং করে মুক্তি পেয়েছে। কিন্তু এবার ডাবিং নয়, তারা সরাসরি রিমেক রাইটস নিতে চাচ্ছে—এটা আমাদের জন্য দারুণ সম্মানের। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার রিমেক তৈরি হতে যাচ্ছে দক্ষিণ ভারতে। আশা করছি চলতি সপ্তাহেই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি হবে।”
এম রাহিম পরিচালিত ‘জংলি’তে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু প্রমুখ।
এবারের ঈদ সামনে রেখে রোজার প্রথম থেকেই আলোচনায় ছিল একগুচ্ছ ছবি। পোস্টার, ট্রেলার-টিজার ও গান প্রকাশের মাধ্যমে প্রচারও চালিয়েছে ছবিগুলো। শুরুতে দশটির মতো সিনেমার নাম শোনা গেলেও তালিকা থেকে সরে গেছে কয়েকটি। অনেক হিসেব-নিকেশের পর অবশেষ এবারের ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করেছিল অর্ধডজন ছবি। এবারের ঈদের টক্কর চলছে ছয় সিনেমার। চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, ছবিগুলো হলো-‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।