পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ

- আপডেট সময় : ১১:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তার বাসায় কর্মরত এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (৪ এপ্রিল) ডিএমপি ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পিংকি আক্তার জানান, প্রায় এক মাস আগে কাদের নামে একজনের মাধ্যমে তিনি পরীমনির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় কাজ শুরু করেন। মূল দায়িত্ব ছিল এক বছর বয়সী কন্যা শিশুটির দেখভাল ও খাবার খাওয়ানো। নির্ধারিত সময় অনুযায়ী প্রতি দুই ঘণ্টা পর শিশুটিকে খাবার খাওয়ানো হতো। তবে এক পর্যায়ে তাকে বাড়ির অন্যান্য কাজেও লাগানো হয় বলে অভিযোগ করেন তিনি।
২ এপ্রিল বিকেলে শিশুটিকে বসিয়ে বাজারের একটি তালিকা প্রস্তুত করার সময় হঠাৎ সে কান্না শুরু করে। এ সময় পরীমনির পরিচিত সৌরভ নামের এক ব্যক্তি শিশুটিকে খাবার দেওয়ার পরামর্শ দেন। কিন্তু পিংকি জানান, কিছুক্ষণ আগেই শিশুটি সলিড খাবার খেয়েছে, তাই এখন দুধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই পরীমনি মেকআপ রুম থেকে বেরিয়ে এসে তাকে গালিগালাজ ও মারধর শুরু করেন।
পিংকির অভিযোগ, “তিনি আমাকে একাধিকবার থাপ্পড় দেন, মাথায় আঘাত করেন। আমি তিনবার মেঝেতে পড়ে যাই। এক পর্যায়ে তিনি আমার বাম চোখে আঘাত করেন, এখনো ভালোভাবে দেখতে পারি না।”
তিনি জানান, তিনি কাঁদতে কাঁদতে হাসপাতালে নেওয়ার অনুরোধ করলে পরীমনি আরও হুমকি দেন এবং বলেন, “তোকেই এখানেই মারব, এখানেই চিকিৎসা করব।” পরবর্তীতে সৌরভ বাধা দিলে তাকেও পরীমনি গালিগালাজ করেন।
একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন পিংকি। জ্ঞান ফিরে আসার পর বাসার আরেক গৃহকর্মীকে (বৃষ্টি) হাসপাতালে নেওয়ার কথা বললে, তিনি জানান, পরীমনি ঘুমাচ্ছেন, তাকে ডিস্টার্ব করা যাবে না।
এরপর পিংকি বাথরুমে লুকিয়ে কাদের নামে পরিচিত ব্যক্তিকে ফোন করে সাহায্য চান। কিন্তু সেখান থেকেও সাড়া না পেয়ে অবশেষে তিনি ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরীমনি গৃহকর্মী বৃষ্টিকে দিয়ে তাকে নিচে নামিয়ে দেন।
রিকশায় করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন পিংকি আক্তার। তার দাবি, এখনো তিনি অসুস্থ এবং পুরো ঘটনার যথাযথ বিচার চান। প্রাথমিকভাবে জিডি করলেও পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
এ বিষয়ে এখনো পরীমনির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।