‘আশার আলো’ দেখছেন মির্জা ফখরুল

- আপডেট সময় : ১১:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে ব্যাংককে অনুষ্ঠিত বৈঠককে দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিএনপি মহাসচিব বলেন, “বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে যে বৈঠক হয়েছে, সেটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা ও দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠকটি নতুন একটি আশার আলো দেখাচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কে যে একটা তিক্ততা (বিটারনেস) তৈরি হয়েছিল, সেটা যেন আর না বাড়ে এবং বরং ঘুচে যায়, সে দিকেই এটি একটি সম্ভাবনার দিক নির্দেশ করে। আমি মনে করি, বৈঠকে দুই নেতাই যথেষ্ট আন্তরিক ছিলেন, এবং এর ইতিবাচক প্রভাব দুই দেশের জনগণের ওপর পড়বে।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বিএনপি মহাসচিব গুলশানে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন মাহবুবুল আনাম, রফিকুল ইসলাম বাবু, হাবিবুল বাশার সুমন, আশরাফুল, রিয়াজ আহমেদ, আকরাম হোসেন সবুজসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুও বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।