নারী সাংবাদিক ও তার ভাইকে মারধর, গ্রেপ্তার ৩

- আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিক ও তার ভাইকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ওই নারী সাংবাদিক ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে একটি পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, নিউ এজ পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
ফেসবুক পোস্টে রাফিয়া তামান্না লেখেন, তার বাসার সামনে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করছিল। তার ভাই প্রতিবাদ করলে তারা তর্কে জড়িয়ে পড়ে এবং তার ভাইকে মারধর করে।
ভাইকে রক্ষার জন্য এগিয়ে গেলে বখাটেরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর মূল অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) মেরাদিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেইলি রোড এলাকা থেকে রাইসুল ইসলাম (২১) এবং গেণ্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে (২১) আটক করা হয়।
র্যাব জানায়, রাতভর অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।