তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে ইশরাক

- আপডেট সময় : ০১:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আদালতের রায় পাওয়ার পর বিএনপি নেতা ইশরাক হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গেছেন।
বুধবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
যাত্রার আগে ইশরাক বলেন, “আমি লন্ডনে যাচ্ছি, সেখানে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।”
তিনি আরও বলেন, “গত বৃহস্পতিবার আমরা যে রায় পেয়েছি, তা দীর্ঘ প্রতীক্ষিত ও ন্যায়সঙ্গত। এখন এ বিষয়ে আমাদের ভবিষ্যৎ করণীয় ও দলীয় সিদ্ধান্তের জন্য এই সফর।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন।
নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ফলাফল গেজেট প্রকাশ করলে তাপস দায়িত্ব গ্রহণ করেন।
গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো ঢাকার দুই মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়।
ইশরাক ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেন।
অবশেষে গত বৃহস্পতিবার আদালতের রায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ন্যায়বিচার পেয়েছি। তবে আমি মেয়র হব কি না, শপথ নেব কি না, তা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে।”
এই সিদ্ধান্ত নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করতে লন্ডনে গেলেন ইশরাক হোসেন।