ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফাহাম আবদুস সালাম

খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

খালেদা জিয়া

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আর কেউ আসে নাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম।

তিনি বলেন, ‘আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই’।

অস্ট্রেলিয়া প্রবাসী এই লেখক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

ফাহাম আব্দুস সালাম
ফাহাম আব্দুস সালাম

ফেসবুকে দেওয়া তার পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘অনেকেই বলছেন, জিয়ার (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পর সবচেয়ে বড় স্টেটসম্যান হলেন ড. ইউনূস। টু আর্লি টু সে। এতো দ্রুত কনক্লুশানে আসা সম্ভব না। ইউনূস সাহেব অবশ্যই ভীষণ গুণী মানুষ। তবে দুজনের মধ্যে বড় একটা মিল আছে। হিস্টোরিক কো-ইন্সিডেন্স। দুজনই আওয়ামী লীগকে ফেইস না করার সুযোগ পেয়েছেন। আল্লাহর রহমত বলতে পারেন’।

‘আওয়ামী লীগ কার্যকর না থাকলে একজন নেতার মহান স্টেটসম্যান হওয়ার সুযোগ তৈরি হয়। এটাই বাংলাদেশের বাস্তবতা। খালেদা জিয়া এই সুযোগটা পান নাই। আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই।

ওনার মতো দুর্ভাগা মানুষও আমি জীবনে দেখি নাই। কোনো জায়গায় ভাগ্য ওনাকে সাহায্য করে নাই। জীবনে প্রায় কিছুই উনি মুফতে পান নাই।’

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে-জামাই। তিনি দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফাহাম আবদুস সালাম

খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই

আপডেট সময় : ১০:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আর কেউ আসে নাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম।

তিনি বলেন, ‘আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই’।

অস্ট্রেলিয়া প্রবাসী এই লেখক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

ফাহাম আব্দুস সালাম
ফাহাম আব্দুস সালাম

ফেসবুকে দেওয়া তার পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘অনেকেই বলছেন, জিয়ার (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পর সবচেয়ে বড় স্টেটসম্যান হলেন ড. ইউনূস। টু আর্লি টু সে। এতো দ্রুত কনক্লুশানে আসা সম্ভব না। ইউনূস সাহেব অবশ্যই ভীষণ গুণী মানুষ। তবে দুজনের মধ্যে বড় একটা মিল আছে। হিস্টোরিক কো-ইন্সিডেন্স। দুজনই আওয়ামী লীগকে ফেইস না করার সুযোগ পেয়েছেন। আল্লাহর রহমত বলতে পারেন’।

‘আওয়ামী লীগ কার্যকর না থাকলে একজন নেতার মহান স্টেটসম্যান হওয়ার সুযোগ তৈরি হয়। এটাই বাংলাদেশের বাস্তবতা। খালেদা জিয়া এই সুযোগটা পান নাই। আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই।

ওনার মতো দুর্ভাগা মানুষও আমি জীবনে দেখি নাই। কোনো জায়গায় ভাগ্য ওনাকে সাহায্য করে নাই। জীবনে প্রায় কিছুই উনি মুফতে পান নাই।’

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে-জামাই। তিনি দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।