ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদের উত্থান হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপাদেষ্টা (ফাইল ফটো)

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা দেখা দেয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারা থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, তার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও তাদের খোঁজ-খবর নেওয়া।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থার উত্থানের আশঙ্কা প্রকাশ করা হলে এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো আন্তর্জাতিক গণমাধ্যম কী বলল, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে দেশের ভেতরে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ নেই।’

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘৫ আগস্টের পর সরকার প্রথমে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও পরিস্থিতি এখন উন্নতির দিকে। নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত এক হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, ‘অনেকের নাম এজাহারে থাকলেও তারা প্রকৃতপক্ষে জড়িত নন। এমনও অনেকে আছেন, যারা ঘটনাস্থলে ছিলেন না বা তখন দেশের বাইরেই ছিলেন।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা যথাযথ তদন্ত করছি এবং নির্দোষ কাউকে সাজা দেওয়া হবে না। শুধুমাত্র থানার তদন্তের ওপর নির্ভর না করে এ বিষয়ে একটি আলাদা কমিটিও গঠন করা হয়েছে, যাতে কেউ অন্যায়ভাবে সাজা না পান এবং দোষীরা ছাড় না পায়।’

এদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিবেদনটি বিভ্রান্তিকর এবং একপেশে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। এটি বাংলাদেশের বাস্তব চিত্র প্রতিফলিত করে না।’ প্রেস উইং আরও বলেছে, ‘বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি এবং স্থিতিশীলতাকে উপেক্ষা করে এমন প্রতিবেদন উস্কানিমূলক।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘যদিও ধর্মীয় উত্তেজনা বা কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও সামগ্রিক উন্নয়নে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদের উত্থান হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা দেখা দেয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারা থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, তার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও তাদের খোঁজ-খবর নেওয়া।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থার উত্থানের আশঙ্কা প্রকাশ করা হলে এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো আন্তর্জাতিক গণমাধ্যম কী বলল, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে দেশের ভেতরে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ নেই।’

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘৫ আগস্টের পর সরকার প্রথমে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও পরিস্থিতি এখন উন্নতির দিকে। নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত এক হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, ‘অনেকের নাম এজাহারে থাকলেও তারা প্রকৃতপক্ষে জড়িত নন। এমনও অনেকে আছেন, যারা ঘটনাস্থলে ছিলেন না বা তখন দেশের বাইরেই ছিলেন।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা যথাযথ তদন্ত করছি এবং নির্দোষ কাউকে সাজা দেওয়া হবে না। শুধুমাত্র থানার তদন্তের ওপর নির্ভর না করে এ বিষয়ে একটি আলাদা কমিটিও গঠন করা হয়েছে, যাতে কেউ অন্যায়ভাবে সাজা না পান এবং দোষীরা ছাড় না পায়।’

এদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিবেদনটি বিভ্রান্তিকর এবং একপেশে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। এটি বাংলাদেশের বাস্তব চিত্র প্রতিফলিত করে না।’ প্রেস উইং আরও বলেছে, ‘বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি এবং স্থিতিশীলতাকে উপেক্ষা করে এমন প্রতিবেদন উস্কানিমূলক।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘যদিও ধর্মীয় উত্তেজনা বা কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও সামগ্রিক উন্নয়নে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’