আ. লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল

- আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে সম্পর্ক একতরফা ছিল, যা বর্তমান সরকারের সময় বদলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি বলেন, এটি দেশের জন্য ভালো অর্জন। চীন এখন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে এবং উন্নয়নে বিনিয়োগের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়ায় নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার ও নির্বাচন দুটি পৃথক বিষয় নয়। সংস্কার স্বাভাবিকভাবে চলবে, আর নির্বাচন হবে তার নিজস্ব ধারা অনুসারে। বর্তমান সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং সংস্কার কমিশন গঠন করেছে। বিএনপি এই কমিশনে মতামত প্রদান করেছে এবং যেসব বিষয়ে ঐক্যমত হবে, সেগুলোর ওপর ভিত্তি করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করবে।
বিএনপির ৩১ দফা সম্পর্কে তিনি বলেন, অতীতেও এই ৩১ দফার ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমানে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমেও সাংগঠনিক কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই বিএনপিও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, প্রচার সম্পাদক মামুনুর রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।