ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

প্রতিনিধি, পর্তুগাল
  • আপডেট সময় : ০২:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্তুগালের রাজধানী লিসবনে ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটির আয়োজনে এই বিশাল জামাতে অংশ নেন শুধু বাংলাদেশিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরাও। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের এই আনন্দঘন দিনে সবাই একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় করেন।

রবিবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল ৮:৩০ মিনিটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় লিসবনের মাতৃম মুনিজ পার্কে। ভোর থেকেই মুসল্লিরা মাঠে সমবেত হতে থাকেন, এবং নির্ধারিত সময়ের আগেই বিশাল প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়। ঈদের নামাজের আগে বক্তারা ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষার বিষয়ে আলোচনা করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

প্রবাসে থেকেও এমন বৃহৎ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশি মহিউদ্দীন বলেন, “পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে খুব সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করেছি।”

পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশি সাংবাদিক শাহেদ আহমেদ প্রিন্স জানান, “প্রায় ১০ হাজার বাংলাদেশির পাশাপাশি বিভিন্ন দেশের মুসলমানরাও একসঙ্গে নামাজ আদায় করেছেন, যা সত্যিই অবিস্মরণীয়।”

এছাড়া লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো ও ভিলা নোভা দা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী মুসলমানরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

পর্তুগালের রাজধানী লিসবনে ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটির আয়োজনে এই বিশাল জামাতে অংশ নেন শুধু বাংলাদেশিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরাও। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের এই আনন্দঘন দিনে সবাই একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় করেন।

রবিবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল ৮:৩০ মিনিটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় লিসবনের মাতৃম মুনিজ পার্কে। ভোর থেকেই মুসল্লিরা মাঠে সমবেত হতে থাকেন, এবং নির্ধারিত সময়ের আগেই বিশাল প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়। ঈদের নামাজের আগে বক্তারা ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষার বিষয়ে আলোচনা করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

প্রবাসে থেকেও এমন বৃহৎ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশি মহিউদ্দীন বলেন, “পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে খুব সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করেছি।”

পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
পর্তুগালে ইউরোপের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশি সাংবাদিক শাহেদ আহমেদ প্রিন্স জানান, “প্রায় ১০ হাজার বাংলাদেশির পাশাপাশি বিভিন্ন দেশের মুসলমানরাও একসঙ্গে নামাজ আদায় করেছেন, যা সত্যিই অবিস্মরণীয়।”

এছাড়া লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো ও ভিলা নোভা দা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী মুসলমানরা।