নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব প্রস্তুত : ডিজি

- আপডেট সময় : ০৪:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের ছুটিতে পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলোতে বিপুল মানুষের সমাগম হবে। সাধারণ জনগণ যেন নিশ্চিন্তে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে জন্য র্যাব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কেউ ইভটিজিং বা যৌন হয়রানির শিকার না হয়।
রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে ঈদুল ফিতরের জামাত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
তিনি জানান, ঈদের ছুটিতে শহরগুলো অনেকাংশে ফাঁকা হয়ে যায়, ফলে চুরি ও দস্যুতার আশঙ্কা থাকে। তাই এসব অপরাধ প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
শহিদুর রহমান বলেন, রমজান মাসের শুরু থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেনাকাটার মৌসুমে ছিনতাই ও চাঁদাবাজি রোধে র্যাব সক্রিয়ভাবে কাজ করেছে, যার ফলে এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের সময়েও র্যাবের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া মহাসড়কে ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে র্যাব কাজ করছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছে।
জাতীয় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাদা পোশাকে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরতি যাত্রাও নিরাপদ রাখতে র্যাব তৎপর থাকবে বলে জানান র্যাব ডিজি। পাশাপাশি জাল টাকা চক্র, মলম পার্টি ও অন্যান্য অপরাধ প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জনগণ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবে।