ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবারের ঈদ আনন্দে যুক্ত হয়েছে নতুন মাত্রা: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

তারেক রহমান (ফাইল ফটো)

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৩০ মার্চ) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে তিনি ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা গ্রহণের মাধ্যমে মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য শান্তি, সংহতি ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। আমি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।”

তিনি আরও বলেন, “এবারের ঈদ উদযাপন আনন্দের ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। দীর্ঘ দেড় দশকের দুঃশাসন, গুম, খুন ও নির্যাতনের অবসানের মধ্য দিয়ে দেশের মানুষ এবার এক নতুন পরিবেশে ঈদ উদযাপন করছে। স্বাধীন ও ভয়মুক্ত পরিবেশে এই উৎসব উদযাপন নিঃসন্দেহে আনন্দের বিষয়। তবে এমন আনন্দঘন মুহূর্তেও অনেক পরিবার স্বজন হারানোর বেদনায় নিস্তব্ধ। দীর্ঘ দেড় দশকের দুঃশাসনে নির্যাতিত লাখো পরিবার আজো তাদের হারানো আপনজনদের স্মরণ করছে। ফ্যাসিবাদী শাসনের নির্মমতায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে বিশ হাজারের বেশি। তাই ঈদের খুশির মাঝেও অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন।”

তারেক রহমান বলেন, “ঈদ আমাদের মানবিকতার শিক্ষা দেয়। ঈদের মূল বার্তা হলো ‘সকলের তরে সকলে আমরা’। এই উৎসব ধনী-গরিবের ব্যবধান ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। আমাদের উচিত দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা।”

তিনি আরও বলেন, “যারা দীর্ঘ দেড় দশক ধরে মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে, যারা মায়েদের বুক খালি করেছে, দেশের সন্তানদের পিতৃহারা করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শোকাহত পরিবারগুলোর কিছুটা হলেও সান্ত্বনা আসবে। এবারের ঈদ হোক সেই অঙ্গীকারের প্রতীক।”

অবশেষে, তারেক রহমান বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবারের ঈদ আনন্দে যুক্ত হয়েছে নতুন মাত্রা: তারেক রহমান

আপডেট সময় : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৩০ মার্চ) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে তিনি ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা গ্রহণের মাধ্যমে মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য শান্তি, সংহতি ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। আমি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।”

তিনি আরও বলেন, “এবারের ঈদ উদযাপন আনন্দের ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। দীর্ঘ দেড় দশকের দুঃশাসন, গুম, খুন ও নির্যাতনের অবসানের মধ্য দিয়ে দেশের মানুষ এবার এক নতুন পরিবেশে ঈদ উদযাপন করছে। স্বাধীন ও ভয়মুক্ত পরিবেশে এই উৎসব উদযাপন নিঃসন্দেহে আনন্দের বিষয়। তবে এমন আনন্দঘন মুহূর্তেও অনেক পরিবার স্বজন হারানোর বেদনায় নিস্তব্ধ। দীর্ঘ দেড় দশকের দুঃশাসনে নির্যাতিত লাখো পরিবার আজো তাদের হারানো আপনজনদের স্মরণ করছে। ফ্যাসিবাদী শাসনের নির্মমতায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে বিশ হাজারের বেশি। তাই ঈদের খুশির মাঝেও অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন।”

তারেক রহমান বলেন, “ঈদ আমাদের মানবিকতার শিক্ষা দেয়। ঈদের মূল বার্তা হলো ‘সকলের তরে সকলে আমরা’। এই উৎসব ধনী-গরিবের ব্যবধান ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। আমাদের উচিত দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা।”

তিনি আরও বলেন, “যারা দীর্ঘ দেড় দশক ধরে মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে, যারা মায়েদের বুক খালি করেছে, দেশের সন্তানদের পিতৃহারা করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শোকাহত পরিবারগুলোর কিছুটা হলেও সান্ত্বনা আসবে। এবারের ঈদ হোক সেই অঙ্গীকারের প্রতীক।”

অবশেষে, তারেক রহমান বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।