ঈদগাহে ১৪৪ ধারা জারি

- আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হওয়ায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লামকাইন ঈদগাহ মাঠে দীর্ঘ ১৭ বছর ধরে ইমামতি করে আসছেন মুফতি মোহাম্মদ আলী। সম্প্রতি, তার কিছু বক্তব্য এবং ওয়াজ মাহফিলে মাওলানা আজহারীর সমালোচনা করায় এলাকায় দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। এক পক্ষ মুফতি মোহাম্মদ আলীর অপসারণ দাবি করে, অন্য পক্ষ তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। এই বিরোধের ফলে ঈদগাহ মাঠে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
এই পরিস্থিতিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা লামকাইন ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ অনুযায়ী, সব ধরনের মিছিল, সমাবেশ, অস্ত্রশস্ত্র প্রদর্শন, শব্দযন্ত্রের ব্যবহার এবং বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মুসল্লিদের পাশ্ববর্তী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে।