ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের নেতারা কলকাতায় বসে নাশকতার পরিকল্পনা করছে

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যে দাবি করা হয়েছে, কলকাতায় আয়োজিত এক ইফতার পার্টিতে আওয়ামী লীগের কিছু সদস্য নাশকতার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কলকাতায় কারা আছে… সেখানে তো অপরাধীরা রয়েছে। অপরাধীরা সব সময় এ ধরনের চিন্তা করতে পারে। তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তা নেবো।”

এদিকে, ঈদ উপলক্ষে ঢাকার ফাঁকা রাস্তায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতার আশঙ্কা রয়েছে—এমন গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, “গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। নাশকতার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের সন্দেহজনক তথ্য পান, তাহলে আমাদের জানান। আমরা যথাযথ ব্যবস্থা নেবো।”

জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নেন, যার মধ্যে বিশিষ্ট ব্যক্তিরাও থাকেন। তাই তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য অজুর স্থান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, জায়নামাজ নিয়ে আসার প্রয়োজন নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল ফিতর কেন্দ্র করে রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি ।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ টিকিট কালোবাজারিতে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।

রাস্তায় চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

One thought on “আ.লীগের নেতারা কলকাতায় বসে নাশকতার পরিকল্পনা করছে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগের নেতারা কলকাতায় বসে নাশকতার পরিকল্পনা করছে

আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যে দাবি করা হয়েছে, কলকাতায় আয়োজিত এক ইফতার পার্টিতে আওয়ামী লীগের কিছু সদস্য নাশকতার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কলকাতায় কারা আছে… সেখানে তো অপরাধীরা রয়েছে। অপরাধীরা সব সময় এ ধরনের চিন্তা করতে পারে। তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তা নেবো।”

এদিকে, ঈদ উপলক্ষে ঢাকার ফাঁকা রাস্তায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতার আশঙ্কা রয়েছে—এমন গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, “গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। নাশকতার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের সন্দেহজনক তথ্য পান, তাহলে আমাদের জানান। আমরা যথাযথ ব্যবস্থা নেবো।”

জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নেন, যার মধ্যে বিশিষ্ট ব্যক্তিরাও থাকেন। তাই তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য অজুর স্থান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, জায়নামাজ নিয়ে আসার প্রয়োজন নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল ফিতর কেন্দ্র করে রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি ।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ টিকিট কালোবাজারিতে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।

রাস্তায় চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।