আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া

- আপডেট সময় : ০৩:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং সেখানেই ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে এবারের ঈদ উদযাপন করছেন।
রবিবার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, বেগম খালেদা জিয়া এখন লন্ডনে ভালো আছেন। আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়।”
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে আশা করছি এপ্রিলের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন।”
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হয়, যেখানে তিনি টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, “ম্যাডাম পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটাচ্ছেন। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনিরা—জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান—তাকে ঘিরে ঈদের আয়োজন সাজিয়েছেন। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের অনুভূতি সত্যিই আবেগপূর্ণ।”
এটি লন্ডনে খালেদা জিয়ার তৃতীয় ঈদ উদযাপন। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিনি ঈদুল আজহা পালন করেছিলেন। তারও আগে, ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর তিনি পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করেন।
এবারের ঈদ তার জন্য বিশেষ, কারণ দীর্ঘদিন পর স্বজনদের সান্নিধ্যে দিনটি কাটাচ্ছেন তিনি।
One thought on “আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া”