ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনে চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফর শেষে রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড. ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই।

চার দিনের এই সফরে গত ২৬ মার্চ চীন পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপর, বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) মহাসচিবের আমন্ত্রণে তিনি ২৬ ও ২৭ মার্চ হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলন ২০২৫-এ অংশ নেন। সম্মেলনের ফাঁকে চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে তার বৈঠক হয়।

পরে, চীন সরকারের আমন্ত্রণে ২৭ থেকে ২৯ মার্চ বেইজিং সফর করেন ড. ইউনূস। এই সফরের অংশ হিসেবে গতকাল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় এবং উভয়পক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

আজ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তৃতা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, পরিষদ চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে, প্রেসিডেন্ট, পরিষদ চেয়ারম্যান ও সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি দল তাকে স্বাগত জানায়। পরে, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সংক্ষিপ্ত বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

চীনে চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফর শেষে রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড. ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই।

চার দিনের এই সফরে গত ২৬ মার্চ চীন পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপর, বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) মহাসচিবের আমন্ত্রণে তিনি ২৬ ও ২৭ মার্চ হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলন ২০২৫-এ অংশ নেন। সম্মেলনের ফাঁকে চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে তার বৈঠক হয়।

পরে, চীন সরকারের আমন্ত্রণে ২৭ থেকে ২৯ মার্চ বেইজিং সফর করেন ড. ইউনূস। এই সফরের অংশ হিসেবে গতকাল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় এবং উভয়পক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

আজ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তৃতা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, পরিষদ চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে, প্রেসিডেন্ট, পরিষদ চেয়ারম্যান ও সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি দল তাকে স্বাগত জানায়। পরে, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সংক্ষিপ্ত বৈঠক করেন।