ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
জনগণ বুঝে গেছে এনসিপি ব্যর্থ সংগঠন

- আপডেট সময় : ১০:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণ-অভ্যুত্থানের একক মালিকানা দাবি করলেও সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি বানিয়ে এনসিপি ছাত্রদের বিভ্রান্ত করেছে। তবে জনগণ ইতোমধ্যে বুঝে গেছে যে দলটি সাংগঠনিকভাবে ব্যর্থ।”
তিনি আরও বলেন, “ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বিভিন্ন সময় দ্বিতীয় রিপাবলিকের কথা বললেও মূলত তারা নিজেদের কর্মীদের চাঙা রাখার জন্য এসব বক্তব্য দিচ্ছে। বাস্তবে তারা এখন নির্বাচনী প্রস্তুতিতেই ব্যস্ত হয়ে পড়েছে।”

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, “দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচন নিয়ে নীতিগত আলোচনা চালিয়ে গেলেও এনসিপি মাঠপর্যায়ে নির্বাচনী রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে গেছে। তারা আসন ভাগাভাগি ও নির্বাচনে জয়ের কৌশল নিয়ে দর-কষাকষি করছে।”
এছাড়া, সেনাবাহিনী নিয়ে এনসিপির নেতাদের মধ্যে মতবিরোধের বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, “এই দলের চারজন নেতা সেনাবাহিনী নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন, যা তাদের সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। আমাদের মতে, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়াই সবচেয়ে যৌক্তিক পথ।”