ঈদযাত্রা স্বস্তিদায়ক: নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

- আপডেট সময় : ০১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

ঈদ উপলক্ষে বাড়ি ফেরার স্রোতে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। যানজটের ঝামেলা ছাড়াই নগরবাসী ঢাকা ছাড়ছেন। সড়কপথে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছেন, রেলপথেও নেই পূর্বের মতো বিলম্বের ভোগান্তি, আর নৌপথেও পারাপার হচ্ছে স্বাভাবিক গতিতে।
রেলপথে স্বস্তির ঈদযাত্রা
আগে ঈদের সময় ট্রেনযাত্রা মানেই ছিল দীর্ঘ অপেক্ষা, কিন্তু এবার চিত্র ভিন্ন। নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে ট্রেন এনে রাখা হচ্ছে, যাত্রীরাই অপেক্ষা না করে ট্রেনই তাদের জন্য অপেক্ষা করছে। গতকাল কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে সময়মতো ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেনগুলো, যাত্রীদের মুখে স্বস্তির হাসি।
সড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ফরিদপুর মহাসড়কে এবার নেই যানজট। নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন থাকায় যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও হাইওয়ে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকায় কোথাও দীর্ঘ জটের সৃষ্টি হয়নি।
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি নেই। বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগহীন চিত্র দেখা গেছে। অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা, যা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, সেখানেও যানজটমুক্ত ঈদযাত্রা হয়েছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রচুর মোটরসাইকেল ও যানবাহন চলাচল করলেও কোথাও দীর্ঘ জট দেখা যায়নি।
নৌপথেও স্বস্তি
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের চাপ বাড়লেও বড় কোনো সমস্যা হয়নি। ফেরি ও লঞ্চ পর্যাপ্ত থাকায় পারাপার স্বাভাবিক রয়েছে। ছোট-বড় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চের মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।
সামগ্রিকভাবে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক। যানজট, বিলম্ব ও ভোগান্তি পেছনে ফেলে মানুষ নির্বিঘ্নে পরিবারের কাছে ফিরছেন, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলছে।