ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চীনের আরও সক্রিয় ভূমিকা চান প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

চীনের ভূমিকায় আরও জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই পরিবর্তন ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ সুগম করেছে। তিনি চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে জানান, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রসারে তিনি সেখানে দীর্ঘদিন কাজ করেছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস। তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

এদিন প্রধান উপদেষ্টা বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল-এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে এক বিনিয়োগ সংলাপে অংশ নেন। বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ তুলে ধরে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া, তিনি একই ভেন্যুতে তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। আলোচনার বিষয়বস্তু হলো— টেকসই অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ, বাংলাদেশের উৎপাদন ও বাজারের সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তাদের ভূমিকা।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসার বিশেষজ্ঞ ও চীনের নামকরা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন অধ্যাপক ইউনূস।

এছাড়া, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন তিনি।

চার দিনের সফর শেষে আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনের আরও সক্রিয় ভূমিকা চান প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই পরিবর্তন ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ সুগম করেছে। তিনি চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে জানান, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রসারে তিনি সেখানে দীর্ঘদিন কাজ করেছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস। তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

এদিন প্রধান উপদেষ্টা বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল-এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে এক বিনিয়োগ সংলাপে অংশ নেন। বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ তুলে ধরে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া, তিনি একই ভেন্যুতে তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। আলোচনার বিষয়বস্তু হলো— টেকসই অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ, বাংলাদেশের উৎপাদন ও বাজারের সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তাদের ভূমিকা।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসার বিশেষজ্ঞ ও চীনের নামকরা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন অধ্যাপক ইউনূস।

এছাড়া, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন তিনি।

চার দিনের সফর শেষে আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।