ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

আদানি পাওয়ার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার। ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ কিছুদিন সীমিত থাকলেও, নিয়মিত বকেয়া পরিশোধ শুরুর পর কোম্পানিটি আবারও সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চালু করেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধে সমস্যা হওয়ায় গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল। তবে চার মাস পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় তারা। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম ব্লুমবার্গকে জানিয়েছেন, ‘আমরা নিয়মিতভাবে আদানিকে অর্থ পরিশোধ করছি এবং প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছি।’ তবে তিনি পরিশোধের নির্দিষ্ট পরিমাণ বা অতীতের বকেয়া পরিশোধ হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি।

বিপিডিবির তথ্য অনুসারে, দুই সপ্তাহেরও বেশি সময় আগে আদানি তাদের বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে।

অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বাংলাদেশ সরকার নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেনি। ফলে গত বছরের নভেম্বরে আদানি তাদের বিদ্যুৎ সরবরাহ সীমিত করে দেয়। তবে সম্প্রতি পুনরায় পূর্ণ মাত্রায় সরবরাহ চালু হওয়ায় গ্রীষ্মকালীন তাপদাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একসময় ৮৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া বকেয়া বিল বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ তা পরিশোধের পরিকল্পনা করেছে। এছাড়া, আদানির ঋণদাতাদের আশ্বস্ত করতে বিপিডিবি নির্দিষ্ট গ্যারান্টিও প্রদান করেছে, যাতে কোম্পানির কার্যকরী মূলধনের সমস্যা কমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

আপডেট সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার। ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ কিছুদিন সীমিত থাকলেও, নিয়মিত বকেয়া পরিশোধ শুরুর পর কোম্পানিটি আবারও সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চালু করেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধে সমস্যা হওয়ায় গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল। তবে চার মাস পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় তারা। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম ব্লুমবার্গকে জানিয়েছেন, ‘আমরা নিয়মিতভাবে আদানিকে অর্থ পরিশোধ করছি এবং প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছি।’ তবে তিনি পরিশোধের নির্দিষ্ট পরিমাণ বা অতীতের বকেয়া পরিশোধ হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি।

বিপিডিবির তথ্য অনুসারে, দুই সপ্তাহেরও বেশি সময় আগে আদানি তাদের বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে।

অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বাংলাদেশ সরকার নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেনি। ফলে গত বছরের নভেম্বরে আদানি তাদের বিদ্যুৎ সরবরাহ সীমিত করে দেয়। তবে সম্প্রতি পুনরায় পূর্ণ মাত্রায় সরবরাহ চালু হওয়ায় গ্রীষ্মকালীন তাপদাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একসময় ৮৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া বকেয়া বিল বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ তা পরিশোধের পরিকল্পনা করেছে। এছাড়া, আদানির ঋণদাতাদের আশ্বস্ত করতে বিপিডিবি নির্দিষ্ট গ্যারান্টিও প্রদান করেছে, যাতে কোম্পানির কার্যকরী মূলধনের সমস্যা কমে।