এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস

- আপডেট সময় : ০১:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তৃতীয় দিনের মতো নিজ জেলা পঞ্চগড়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। আগের দিনগুলোতে গাড়ি ও ভ্যান ব্যবহার করলেও এবার টমটমের (শ্যালো ইঞ্জিনচালিত যান) বহর নিয়ে প্রচারণায় অংশ নেন। এর আগে সৈয়দপুর থেকে গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে প্রবেশ করা নিয়ে তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল।
সারজিস আলম গণমাধ্যমকে বলেন, “আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং ভবিষ্যতে দেশের রাজনীতিতে ভূমিকা রাখতে চাই, তাদের নিয়েই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছি।”
তিনি আরও বলেন, “প্রত্যেকটি গ্রাম, ইউনিয়ন ও উপজেলায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে চাই। যারা জনপ্রতিনিধি হতে চায়, তাদের মাঠপর্যায়ে গিয়ে জনগণের অবস্থা ও চাওয়া-পাওয়া বোঝা জরুরি।”
আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ অতীতে নৌকা, ধানের শীষ বা দাড়িপাল্লায় ভোট দিয়েছে। কিন্তু এখন যদি তারা মনে করে আমাদের ওপর আস্থা রাখা যায়, এবং যদি তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে আমি কেন তাদের দূরে সরিয়ে দেব? তারা বাংলাদেশের নাগরিক, এবং ভালো কাজে অংশ নিতে চাইলে তাদের সুযোগ দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমরা নতুন একটি দল গঠন করেছি, যার প্রতীক থাকবে। এখন যদি কেউ আমাদের আদর্শ ও লক্ষ্যকে বিশ্বাস করে, তাহলে তাকে গ্রহণ করতেই হবে। কারণ, ১০, ২০ বা ২০০ জন মিলে দল শুরু করলেও, সবার জন্য জায়গা তৈরি করাই রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য।”
এর আগে সফরের দ্বিতীয় দিনে তিনি ভ্যানে চড়ে বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। খেতখামার ও বাড়ি বাড়ি গিয়ে কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের সমস্যা শোনেন।
প্রথম দিন (২৪ মার্চ) তিনি ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে দেবীগঞ্জ যান। এরপর শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের বোদা, সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় সফর করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সারজিস আলমের প্রচারণার নতুন কৌশল ও জনসংযোগ পদ্ধতি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করলেও, এটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, তার দল গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চায় এবং নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে।