আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

- আপডেট সময় : ০৪:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে মুহাম্মদ আশরাফুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া, তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করে তিনটি ব্যাংক হিসাবে এক কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেন এবং এই অর্থ স্থানান্তরের মাধ্যমে আমেরিকায় বাড়ি কিনেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, আসামি রেজওয়ানা নূরের বিরুদ্ধেও তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ছয় কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮৩৭ টাকা হস্তান্তর, রূপান্তর ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
দুদক সূত্র জানায়, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনায় আরও তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে।