ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ছিন্নমূল মানুষের মধ্যে ছাত্রদলের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

ঢাবিতে ছিন্নমূল মানুষের মধ্যে ছাত্রদলের ইফতার বিতরণ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার (২৬ মার্চ) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের উদ্যোগে আয়োজিত এই ইফতার বিতরণে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদল শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নিতে চাই।”

তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাঁদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির, ঢাবি ছাত্রদলের সদস্য ইউসুফ ভূঁইয়া নীরব, রাকিব হাসান, জসিম উদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আব্দুল ওহেদ, বিজয় একাত্তর হলের ছাত্রনেতা ইমতিয়াজ রনি ও শাহরিয়ার ইসলাম। এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা জুবায়ের হোসেন ও নূর মোহাম্মদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রনেতা কেএস জুনায়েদ, ঢাকা মহানগর উত্তরের শান্ত রহমান, মহানগর পূর্বের রবিউল ইসলাম, মহানগর পশ্চিমের মামুন খান, ঢাকা কলেজের মিয়ারাজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মো. সিয়াজ মুন্সীসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাবিতে ছিন্নমূল মানুষের মধ্যে ছাত্রদলের ইফতার বিতরণ

আপডেট সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার (২৬ মার্চ) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের উদ্যোগে আয়োজিত এই ইফতার বিতরণে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদল শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নিতে চাই।”

তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাঁদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির, ঢাবি ছাত্রদলের সদস্য ইউসুফ ভূঁইয়া নীরব, রাকিব হাসান, জসিম উদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আব্দুল ওহেদ, বিজয় একাত্তর হলের ছাত্রনেতা ইমতিয়াজ রনি ও শাহরিয়ার ইসলাম। এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা জুবায়ের হোসেন ও নূর মোহাম্মদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রনেতা কেএস জুনায়েদ, ঢাকা মহানগর উত্তরের শান্ত রহমান, মহানগর পূর্বের রবিউল ইসলাম, মহানগর পশ্চিমের মামুন খান, ঢাকা কলেজের মিয়ারাজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মো. সিয়াজ মুন্সীসহ অনেকে।