ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন কঠিন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 132

যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে রোহিঙ্গা শরণার্থীদের তাৎক্ষণিকভাবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন অত্যন্ত কঠিন। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারের প্রতিবেশীদের একত্রিত করে সংলাপের মাধ্যমে চাপ প্রয়োগ করা জরুরি, যাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের মহাসচিব ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গুতেরেস আরও বলেন, বর্তমানে মিয়ানমার এবং আরাকানে তীব্র সংঘাত চলছে, যা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে বড় বাধা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে একটি কার্যকর সংলাপের ব্যবস্থা করা দরকার, যা সহিংসতা বন্ধ করতে এবং গণতান্ত্রিক সমাধানের দিকে অগ্রসর হতে সহায়তা করবে। একই সঙ্গে, মানবিক সহায়তা জোরদার করা দরকার, যাতে প্রত্যাবাসনের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়।

জাতিসংঘ মহাসচিব জানান, সম্প্রতি আরাকানে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশকে করিডোর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এটি একটি কার্যকর উপায় হতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। জাতিসংঘ মহাসচিবও একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই প্রত্যাবাসন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যাতে তারা ভবিষ্যতে সঠিক নীতি গ্রহণ করে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন কঠিন

আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে রোহিঙ্গা শরণার্থীদের তাৎক্ষণিকভাবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন অত্যন্ত কঠিন। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারের প্রতিবেশীদের একত্রিত করে সংলাপের মাধ্যমে চাপ প্রয়োগ করা জরুরি, যাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের মহাসচিব ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গুতেরেস আরও বলেন, বর্তমানে মিয়ানমার এবং আরাকানে তীব্র সংঘাত চলছে, যা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে বড় বাধা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে একটি কার্যকর সংলাপের ব্যবস্থা করা দরকার, যা সহিংসতা বন্ধ করতে এবং গণতান্ত্রিক সমাধানের দিকে অগ্রসর হতে সহায়তা করবে। একই সঙ্গে, মানবিক সহায়তা জোরদার করা দরকার, যাতে প্রত্যাবাসনের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়।

জাতিসংঘ মহাসচিব জানান, সম্প্রতি আরাকানে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশকে করিডোর দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এটি একটি কার্যকর উপায় হতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। জাতিসংঘ মহাসচিবও একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই প্রত্যাবাসন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যাতে তারা ভবিষ্যতে সঠিক নীতি গ্রহণ করে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করে।