সংবাদ শিরোনাম ::
মিয়ানমার থেকে ফেরত এলো ২৬ বাংলাদেশি জেলে

প্রতিনিধি, কক্সবাজার
- আপডেট সময় : ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 128

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্টমার্টিনের কাছে মাছ ধরার সময় ভুলবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় জেলেদের আটক করেছিল আরাকান আর্মি। পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
ফেরত আসা জেলেদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান। এ ঘটনায় সমুদ্রসীমায় জেলেদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।