অংশ নিচ্ছে ১৬ দল
রায়পুরায় ‘আলোকিত সমাজ’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

- আপডেট সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫৬১ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরাতে সামাজিক সংগঠন আলোকিত সমাজ’র উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্রামভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ টি দল অংশহগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সমাজের সভাপতি মোঃ আরমান শরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ কাজী আলম, সাধারণ সম্পাদক ফারহিন আহমেদ, সহ.সা. সম্পাদক সৈকত আহমেদ, ক্রীড়া সম্পাদক শাহীন সাগর মিয়া, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল বাসার ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মো. আরমান শরীফ বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অন্য বক্তারা বলেন, আমরা প্রতিবছর এ ধরনের ক্রীড়া আয়োজন করতে ইচ্ছুক। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

আলোকিত সমাজের উদ্যোগে গ্রামভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: তাত্তাকান্দা ক্রিকেট একাদশ, থানাহাটি ক্রিকেট একাদশ, পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ, দলিলনগর ক্রিকেট একাদশ, ঈগল একাদশ, হরিপুর ক্রিকেট একাদশ, পান্থশালা সিটি স্পোর্টিং ক্লাব, ভেলুয়ারচর স্টার একাদশ, লোচনপুর ক্রিকেট একাদশ, আবদুল্লাপুর ক্রিকেট একাদশ, হাইরমারা সিক্সার্স, চরধকুন্দি ক্রিকেট একাদশ, ভিটি মরজাল ক্রিকেট একাদশ, সওরাবাদ ক্রিকেট একাদশ, মেঘনা স্পোর্টিং ক্লাব এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ জহিরুল হক (দুদু) স্মৃতি সংসদ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে স্যাম এন্টারপ্রাইজ। সহ পৃষ্ঠপোষক রয়েছে আরো কয়েকটি প্রতিষ্ঠান।