পূর্ব ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ১৪

- আপডেট সময় : ১০:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, দনেৎস্ক অঞ্চলের দোব্রফিলিয়া শহরে রুশ বাহিনীর এ হামলায় শুক্রবার রাতে ১১ জনের মৃত্যু হয়। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত কয়েকদিন ধরেই এ অঞ্চলটিতে হামলার গতি বৃদ্ধি করেছে রাশিয়া।
ইউক্রেনের জরুরি বিভাগ বলছে, হামলা আটটি ৫তলা আবাসিক ভবন, একটি প্রশাসনিক ভবন ও ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভ থেকে আল জাজিরা কর্মী আসাদ বেগ বলেন, ‘আমরা যতটুকু বুঝতে পারছি, বেশ কয়েকটি ভবনে হামলা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের বের করার সময় আরেকটি হামলা হয়। দোব্রফিলিয়া শহরটি পূর্বাঞ্চলের ফ্রন্টলাইন থেকে ২০ কিলোমিটার দুরে। কয়েকমাস ধরেই ব্যাপক সংঘাত চলা পর্কোভস্ক শহর থেকে এটি খুব একটা দুরে নয়। রুশ বাহিনী শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।’
খারকিভের গভর্নর ওলেহ সিনেহুবভ টেলিগ্রামে লিখেছেন, বোগোদুখিভে একটি বেসামরিক ভবনে রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৭ জন।
এদিকে ওদেসায় ড্রোন হামলায় কৃষি সরঞ্জাম রাখার একটি হ্যাঙ্গারে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় একটি সার্ভিস স্টেশন ভবন, একটি গাড়ির যন্ত্রাংশের দোকান এবং চার তলা একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
একই সময় রাশিয়ার লেলিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেনকো শনিবার জানিয়েছেন, দেশটির সবচেয়ে বড় কিরিসি রিফাইনারির একটি ট্যাংক ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।