আজ থেকে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি: মুশফিক

- আপডেট সময় : ১১:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 109

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান।
মুশফিক লিখেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।”
তিনি আরও উল্লেখ করেন, “বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হলেও, যখনই মাঠে নেমেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়টা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই সঠিক সময় বিদায় বলার। আমি কৃতজ্ঞ আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি, যারা ১৯ বছর ধরে আমাকে সমর্থন দিয়ে গেছেন।”
এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিক। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেললেও ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। বিসিবি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তরুণদের সুযোগ দিতে চাইছে। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে আলোচনার পরই মুশফিক এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
মুশফিকুর রহিম ২০০৫ সালে জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক করেন। এক বছর পর, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি ৭,৭৯৫ রান সংগ্রহ করেছেন। এই ফরম্যাটে তার নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি।
অবসরের মাধ্যমে ওয়ানডে অধ্যায় শেষ করলেও টেস্ট ক্রিকেটে এখনও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেন মুশফিকুর রহিম।
2 thoughts on “আজ থেকে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি: মুশফিক”