শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম

বানিয়ারজানের ৭ নং ওয়ার্ড এর আস্তা ভাজন জুয়েল মন্ডল

বাবুল রহমান রবিনঃগাইবান্ধা জেলা প্রতিনিধি / ৬৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গাইবান্ধা পৌরসভার পশুহাসপাতাল রোড কালিবাড়ি পাড়া ৭ নং ওয়ার্ড এর মৃত মোঃ আব্দুল কুন্দুস খোকা মন্ডলের ( কনিষ্ঠ পুত্র) বানিয়ারজান কালিবাড়ি এলাকার কৃতি সন্তান মোঃ জহুরুল ইসলাম জুয়েল মন্ডল তিনি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর দপ্তর-সম্পাদক,তিনি একজন আওয়ামী লীগ এর যোদ্ধা ছোট থেকেই আওয়ামী লীগ এর রাজনীতি করেই আসছে,সবসময় সংসারের মায়া ত্যাগ করে নৌকা কে ভালোবেসে ছুটে যায় যেখানেই মতবিনিময় সভা সেখানেই অনুষ্ঠিত হয় ও উপস্থিত থাকেন,আওয়ামী লীগ এর মাননীয় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপির এজেন্ট ছিলেন এবং সাবেক মেয়র,শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এর ও এজেন্টের কাজ করেছেন তিনি,তার বিনিময়ে পেলেন কি,সেই প্রশ্ন করছেন জুয়েল মন্ডল

কিছু কথা না বললেই নয়,গাইবান্ধা সদরে জুবিলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কুমিটির লড়াই করে তিন তিন বার মোরগ পুতিক নিয়ে নির্বাচিত হন,আব্দুল হাই আকবর আলী উচ্চ বিদ্যালয়ের সদস্য নির্বাচিত হয়,এসব ভালোবাসা মুগ্ধ ভালোবাসা আছে দেখি সবাই আমাকে নির্বাচিত করেন, আর একটি কথা না বললেই নয়,বানিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের সদস্য পদেও আছেন তিনি,এক বিশেষ বিবৃতিতে জানা যায় জহুরুল ইসলাম জুয়েল মন্ডল একজন গণমাধ্যম কর্মী আওয়ামী লীগ এর একজন নিবেদিত জনপ্রিয় তা ছিলো আকাশচুম্বী?

এলাকার চায়ের দোকানদার দুলাল মিয়া বলেন, জুয়েল ভাই একজন ভালো মনের মানুষ তার অনুপ্রেরণায় অনেক অনেক ভালো কিছু আশা করি আমরা কিছু কথা না বললেই নয়, চায়ের দোকানদার দুলাল মিয়া আরও বলেন জুয়েল ভাই একজন আওয়ামী লীগ এর জনপ্রিয় মানুষ ভালোবাসার মানুষ তার মনে নেই কোন হিংসা যখন যে ডাকে তারে ডাকে সারা দেন ওনি!
জহুরুল ইসলাম জুয়েল মন্ডল বলেন,ছোট থেকেই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে ভালোবাসি আওয়ামী লীগ বলে কথা বানিয়ারজানে আওয়ামী লীগ এর ঘাটি নৌকা মার্কা টা যেনো একটা মনে সাথে অনুভাব ভালোবাসা সৃষ্টি করেছি সবসময় নৌকা মার্কা কে সামনে এগিয়ে নিতে সব জাইগায় প্রচার প্রচারণা করেই যায়,যেমন ঈদ পুজায় আওয়ামী লীগ এর যা আসে সব গরীব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন,মানুষ মানুষের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর