কবর থেকে সমনগর উচ্চ বিদ্যালয় এর অফিস সহায়কের লাশউত্তোলন
চার মাস পর নওগাঁর পোরশা উপজেলার সমনগর উচ্চ বিদ্যালয়েরঅফিস সহায়ক মোঃ মোকসেদ আলী ৫০ এর লাশকবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিট স্থানীয় দেওপুরাকবরস্থান থেকেলাশ উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান। জানাযায় অফিস সহায়ক মোকসেদ আলী গত বছরের ৭.১১ ২০ ২৩নভেম্বর দিবাগত রাত্রে মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সে ইস্টকজনিত কারণে মারা গিয়াছে। সে কারণে যোহরের নামাজের পরে সমনগর মসজিদে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। এর কিছুদিন পর তার বোন সাপাহার উপজেলার মা মরিয়া গ্রামের শফি উদ্দিনের স্ত্রী তার ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক নয় দাবি করে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এবং মোকছেদের স্ত্রী আমেনা জান্নাত ও নূর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান ও লোকমানের ছেলে রহমত আলীকে আসামী করেন। মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা পুলিশ মিজানুর রহমান ওই গ্রামের লোকমানের ছোট ছেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে এবং মোকসেদের স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে শুনানি শেষে মোকসেদ আলীর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন । ফলে আদালতের আদেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় সাপাহার সার্কেল সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানা সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।