গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা বাবুল রহমান রবিন
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার উদাখালি ইউনিয়নের মাছেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছিন্নমূল পরিবারের মেহেরুন বেগম (৫৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মেহেরের দুই সন্তান রেখে গেছেন বাড়িতে। কিন্ত দীর্ঘদিনও খোঁজ রাখেন না সন্তানদের। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী জলিল মিয়া ফেরি করে কলা বিক্রি করেন। তাদের দুই ছেলে মেহের ও মেছের আলী থাকেন জেলার বাইরে।
এই অভিমানে মেহেরুন বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
স্বজনরা জানায়, মেহেরুন বেগমের ছেলে মেছের আলী ঢাকায় থাকেন। আর মেহের আলী তার স্ত্রী-সন্তান বাড়িতে ফেলে রেখে মুন্সিগঞ্জে থাকলেও কোনো খোঁজ-খবর নেয় না। এ অবস্থায় দুর্বিষহ জীবন পার করছিলেন মেহেরুন। এই অভিমানে শুক্রবার সকালের দিকে সবার অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেরুন বেগম।
উদাখালি ইউনিয়ন পরিষদ (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য আইয়ুব আলী বলেন, মেহেরুন বেগমের আত্মহত্যার ঘটনাটি খুবই দুঃজনক।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব বসুনিয়া বলেন, মাছেরভিটা গ্রামের মেহেরুন বেগম নামের এক নারী আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।