কালিনগর কাতিপুর স্কুলেরএস এস সি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় এবং নবীন বরণ অনুষ্ঠান
নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাই গাছী মোড় নামক স্থানে অবস্থিত কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার( ৮ই ফেব্রুয়ারি) সকাল দশটার সময় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । উক্ত আয়োজিত অনুষ্ঠানেসভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহমান চেয়ারম্যান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুদ্দিন মাস্টার। এছাড়াও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ একরামুল হক ও সহকারী শিক্ষক বৃন্দ ও কমিটি বৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির শিক্ষক মোঃ আলমগীর কবির ও নজরুল ইসলামের সঞ্চারিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি, সভাপতি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদায় শিক্ষার্থীরা।অনুষ্ঠানশেষে দোয়া পাঠ করেন মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিক অত্র বিদ্যালয়ের শিক্ষক।