মধ্য ধানঘরাই এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় আলম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও দুপুরে খেয়ে নিজের ঘরে শুয়ে ছিল আলম। প্রায় এক বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আলমের। সে কারণেও কিছুটা মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। সন্ধ্যার দিকে আলমকে তার ঘরে গিয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোনো সারা না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে আলমকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখেন তারা। এসময় পরিবারের লোকজন আড়া থেকে নামিয়ে গলার রশি খুলে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মাহত্যা করেছেন, তা কেউ বলতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।