শিরোনাম
ঐতিহ্যবাহী মৃৎশিল্প বিলুপ্তির পথে
আদি কাল আদাব একমাত্র বাসনপত্র ছিল মাটির। কাল ক্রমে বর্তমানে তা বিলুপ্তির পথে। তাই বাদ সংগ্রহের তাগিদে আমরা বন্দি করলাম। নিতপুর কামারপাড়া গ্রামের চিত্র। সেখানে স্যার জমিনে গিয়ে কথা হল শ্রী গোবিন্দ নাথ বর্মনের সঙ্গে তিনি বলেন যে আমাদের এই শিল্প বর্তমানে বিলুপ্তির পথে। কারণ এখন আর মানুষ মাটি জিনিস ব্যবহার করে না। বাজারে প্লাস্টিক ও মেলামাইনের অনেক আসবাবপত্র তৈরি হওয়ায় মাঠে জিনিস দেওয়ার কমে গিয়েছে। এ অবস্থায় আমাদের ব্যবসা খারাপ হতে চলেছে এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। যদি শিল্প ধরে রাখার জন্য এবং যাত্রার মান উন্নয়নের জন্য সহযোগিতা করেন তাহলে উপকৃত এমন এমনটাই বললেন শ্রী গোবিন্দনাথ বর্মন। এ বিষয়ে সরকারের সহযোগিতা হাত বাড়ালে ভবিষ্যতে এই শিল্পটাচালু থাকতো।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর