রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম

কিশোরগঞ্জ কটিয়াদিতে ইয়ন এগ্রোর পক্ষ হইতে কৃষক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা প্রতিনিধি ঢাকা বিভাগ / ৩২৮ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

আজ শনিবার (২০ ই জানুয়ারি ২০২৪ খ্রি.) কিশোরগঞ্জ কটিয়াদি আসমিতা ইউনিয়নের চারপারা গ্রামে ইয়ন এগ্রোর পক্ষ হইতে উঠান বৈঠক ও কৃষক ভাইদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়েছেন ইয়ন এগ্রোর মার্কেটিং সেলস্ অফিসার জনাব ফেরদৌস আহাম্মেদ।এ উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন ইয়নের মনোনীত ডিলার আপনাদের এলাকার সার ও কীটনাশক ব্যবসায়ী জনাব তাইজুল ইসলাম।এছাড়াও উপস্থিত হয়েছেন অত্র এলাকার ধান চাষী কৃষক ভাই ও বন্ধুগণ। আপনাদের সবাইকে ইয়ন এগ্রোর পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা রইলো।এবার আপনাদের মাঝে মূল বিষয়ে আলোচনা করিবেন ফেরদৌস আহাম্মেদ,তিনি বলেন আলোচনাটা হবে, দি- পাক্ষিক,যেমন আমি বলবো আপনারা শুনবেন,আবার আপনারা বলবেন আমি শুনবো,আলোচনাটা করতে সময় লাগবে ২০ থেকে ৩০ মিনিট,আশাকরি সবাই আমার সাথে থাকবেন।এবার আসুন মূল আলোচনায় ফিরে আসি,ইয়ন হচ্ছে কৃষির আধুনিকায়নে উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে এবং কৃষকের দোরগোড়ায় সব ধরনের কৃষি সেবা পৌঁছে দিতে এবং দক্ষ, পরিশ্রমী ও প্রশিক্ষিত কর্মীগন বিশেষ ভাবে ভুমিকা রাখেন।
ইয়ন এগ্রো সারা দেশব্যাপী নিরলস ভাবে কৃষকদের মাঝে কৃষি সেবা দিয়ে যাচ্ছেন।এবং ইয়নের ফিল্ডকর্মী রয়েছেন যারা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন আঙ্গিকে এ সেবা প্রদান করে থাকেন। কৃষকদের সাথে সরাসরি কথা বলে তাদের ফসল ও বালাই সংক্রান্ত সমাধান দিয়ে থাকেন এবং এর মাধ্যমে কৃষকরা তাদের পুঙ্খানুপুঙ্খ সমস্যাটি তুলে ধরতে পারেন এবং সমাধান গ্রহন করতে পারেন।এক্ষেত্রে, কৃষকদের কৃষি সংক্রান্ত সব ধরনের সহায়তা দিতে কৃষকের মাঝে রয়েছে ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ এর নিয়মিত কৃষক মিটিং এর মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় কৃষি সংক্রান্ত তথ্য সেবা পৌঁছে দেয়া ইয়ন এগ্রোর অন্যতম প্রচেষ্টা।ইয়ন এগ্রোর মাঠকর্মী বাহিনী কৃষকদের কৃষি সংক্রান্ত জ্ঞান বিতরন যথাযথ বালাইনাশক ব্যবহারের প্রশিক্ষন প্রদান করে থাকেন।মুলত চারটি বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়ে এই মিটিংয়ে আলোচনা করা হয়েচে।সেগুলো হলো;সঠিক বালাইনাশকের ব্যবহার,সঠিক সময়ে সেটির ব্যবহার,সঠিক মাত্রায় ব্যবহার এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার।এছাড়াও বালাইনাশকের যথাযথ ব্যবহার ও এর নিরাপত্তা বিষয়ক তথ্যগুলোও এই মিটিং গুলোতে বার বার আলোচনা করে কৃষককে দক্ষ্ করে তোলা হবে।সাধারণ কৃষদেরকে রোগ বালাই এবং পোকা-মাকড় সম্পর্কে সচেতন করে এর সুরক্ষার বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।নিরাপদ কৃষি বিষয়ক শিক্ষা প্রদান:বালাইনাশকের সচেতন ব্যবহারই পারে এর পরিপূর্ন সুফল নিয়ে আসতে। বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য যেমন ঝুঁকির কারণ হতে পারে তেমনি এর অসচেতন ব্যবহার ব্যবহারকারীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই এই সংক্রান্ত শিক্ষা প্রদানের জন্য আমাদের ইয়নের কর্মী বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর