রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম

নৌকায় ভোট দিয়ে রূপগঞ্জকে বাঁচান : মন্ত্রী গাজী

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ / ৩৫৩ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

নৌকায় ভোট দিয়েরূপগঞ্জকে বাঁচাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ—১ (রূপগঞ্জ) আসনেআওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরেনারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনভায় তিনি এআহ্বান জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও দলের সাধারণ সম্পাদকওবায়দুল কাদের সহ নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের নৌকার প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ ওএর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রীশেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশে করেছেন, সারা পৃথিবীতে তা একটি নজির স্থাপন করেছে।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা আরও এগিয়ে যাব।’ তিনি বলেন, ‘আমাদের রূপগঞ্জে ব্যাপকউন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় শতভাগ ভবন হয়েছে। রূপগঞ্জের ৯৮ ভাগ সড়ক এখন পাকাও উন্নত। আমরা সামাজিক বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা দিয়েছি। বিভিন্ন ভাবে আমাদেরজনগণের সেবা আমরা করে গেছি। প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা এই উন্নয়নগুলো করেছি। আজকেরএই অনুষ্ঠানে আমি আমার রূপগঞ্জ থেকে ২০ হাজারের মত কর্মী নিয়ে উপস্থিত হয়েছি।’ গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘এবছর আমি রূপগঞ্জে অনেক সমস্যার মধ্যে নির্বাচন করছি। কারণ আমাদের রূপগঞ্জে অনেক ভূমিদস্যুরয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে নির্বাচন করে আমাদের জিততে হবে। আমাদের রূপগঞ্জবাসীকেবলব, আপনারা ভূমিদস্যু থেকে সাবধান, রূপগঞ্জকে বাঁচান। নৌকার উন্নয়নে রূপগঞ্জ যেভাবেএগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা রক্ষা করতে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।’এদিন দুপুরে নির্বাচনি এই জনসভাশুরু হলেও সকাল থেকেই প্রস্তুতি চলছিল রূপগঞ্জে। পরে বাস ও বিভিন্ন পরিবহনে হাজার হাজারনেতা—কর্মী জনসভাস্থলে আসেন। ‘গাজী গাজী, নৌকা নৌকা’ স্লোগানে উত্তাল হয়ে উঠেনারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক। ওসমানী স্টেডিয়ামে প্রবেশের সময় মিছিলটি ছিল চোখে পড়ার মতো।মিছিলটির নেতৃত্ব দেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।এদিকে, জনসভায় প্রধানমন্ত্রী শেখহাসিনা বক্তব্য দেয়ার সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নৌকামার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন। আপনাদের কাছে সেই আহ্বানজানাই।’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে নারায়ণগঞ্জের৪টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা সহ তাদের কর্মী সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখাযায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর