শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার জানপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাফুজ (২২)কে একটি বিদেশি পিস্তল ও ৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ির পুলিশ।

গতকাল রাত ১১:৩০ মিনিটের দিকে গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার জানপাড়া এলাকার লোকমানের ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শিহাব উদ্দিন সহ তাদের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মাফুজকে গ্রেফতার করা হয়।

পরে এই বিষয়ে রুপগঞ্জ থানাদিন ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শিহাব উদ্দিন সহ তাদের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মাফুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এর আগেও তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় ধর্ষণ ও মার্ডারসহ আরো ৪টি মামলা রয়েছে। এবং গ্রেফতারকৃত আসামি মাফুজকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর