শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা প্রতিনিধি নরসিংদী জেলা / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

অদ্য সোমবার (০১ লা জানুয়ারি-২০২৪খ্রি.)নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে রায়পুরা উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ প্রদান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রসাশক জনাব ড. বদিউল আলম,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।জনাব রোজলিন শহীদ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার,রায়পুরা, নরসিংদী এরঁ সভাপতিত্বে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রবিউল আলম, জেলা নির্বাচন অফিসার, নরসিংদী; জনাব আফসান-আল- আলম,সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল),নরসিংদী, জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), রায়পুরা থানা এবং জনাব আজহারুল ইসলাম , রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর